বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পিকনিকের যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন আহত হয়েছে।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর থেকে নাটোরের লালপুরের গ্রীনভ্যালী পার্কে পিকনিক করতে আসে একটি গ্রুপ। পিকনিক শেষে তারা পুনরায় গাজীপুর ফিরছিলেন। পথে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মোল্লা হোটেলের সামনে পৌঁছালে সামনে থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পিকনিকের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির অন্তঃত ৪ জন আহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এদিকে দুর্ঘটনার পর বাসের চালক বাসটি রেখেই পালিয়ে যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available