• ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:৪৪:২৬ (26-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৪ই ফাল্গুন ১৪৩১ বিকাল ০৪:৪৪:২৬ (26-Feb-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

ফকিরহাটে দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক মারা গেছেন

২৬ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:১২:২৪

ফকিরহাটে দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক মারা গেছেন

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক তাপস কুমার বিশ্বাস (৫২) ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। তিনি ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোর রাতের দিকে মারা গেছেন।

নিহত তাপস কুমার বিশ্বাস চিতলমারীর অতুলনগর গ্রামের মনমোথনাথ বিশ্বাসের ছেলে। তিনি ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। এছাড়া তিনি ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি হোমিওপ্যাথি ডাক্তারী করতেন। তিনি ফকিরহাটে চাকরির সুবাদে উপজেলার আট্টাকী ঘোষপাড়া এলাকার বাড়িতে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের সম্পর্কে কাকা শ্বশুর কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার।

পরিবার ও স্থানীয়রা জানান, গত ১৬ ফেব্রুয়ারি সকালে মরটসাইকেলযোগে আট্টাকী ঘোষপাড়া এলাকার বাড়ি থেকে কলেজে আসছিলেন। ফকিরহাট বিশ্বরোড় মোড় এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় একটি পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হন।

তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি দেখে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাফোর্টে ছিলেন। খুলনা থেকে ২৪ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাতে তিনি মারা যান।  

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক
২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:১৭:২৯