• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:০৫:১০ (06-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে ফাল্গুন ১৪৩১ বিকাল ০৩:০৫:১০ (06-Mar-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

গাবতলীর শাহী মসজিদ বস্তির আগুন নিয়ন্ত্রণে

৬ মার্চ ২০২৫ সকাল ০৯:৩৪:৫৯

গাবতলীর শাহী মসজিদ বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে মোল্লার বা শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন। তিনি জানান, ৮টি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন তারা।

এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে  একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তবে আনুমানিক দেড় থেকে দুশো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন সালেহ উদ্দিন। পুড়ে গেছে রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া আশপাশের মোটর যন্ত্রপাতি ও গাড়ি মেরামত সরঞ্জামাদির কয়েকটি দোকানও পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ