ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন।
২০ মার্চ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক সড়কের বহরপুর কান্দিপাড়া (বাঁশ হাট) সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ঈশ্বরদী পিয়ারপুর এলাকার রানার ছেলে মোস্তফা জামান তোহা (২৫), বাঘইল এলাকার মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০), রাব্বির সহধর্মীনী মুক্তা খাতুন (২৭) ও তাদের একমাত্র সন্তান মুস্তাকিম (২) এবং ঝিনাইদহ শৈলকুপা উপজেলার রতিডাভা এলাকার আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০)। তবে আহতদের সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী বাজার থেকে ঈদের কেনাকাটা শেষ করে স্ত্রী সন্তান নিয়ে অন্যান্য যাত্রীর সাথে শ্বশুরালয়ে যাত্রার উদ্দেশ্য রওনা দেন রাব্বি হোসেন। ঘটনার সময় কান্দিপাড়া এলাকায় সিএনজিটি পৌঁছালে পাবনা থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি বাস তাদের সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রীসহ গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মোস্তফা জামান তোহার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ২ জনের এবং গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে আরও ২ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীন বলেন, এ ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। বাসটিকে জব্দ করা হয়েছে। মৃতদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available