• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ সকাল ০৭:১২:৩৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই চৈত্র ১৪৩১ সকাল ০৭:১২:৩৮ (28-Mar-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

২৫ মার্চ ২০২৫ সকাল ০৭:৪৮:২৭

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় স্যালু মেশিন দিয়ে জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
 
২৪ মার্চ সোমবার সন্ধ্যার পর উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খোরশেদ বকাউল (৫০) ও হাছানত বকাউল (৩৫)। তারা উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামের বড় বাড়ির কবির বকাউল এর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার শাসনখোলা গ্রামের বড় বাড়ির পাশে স্যালু মেশিন দিয়ে জমিতে পানি দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় আপন দুই ভাই। তাদেরকে গুরতর আহত অবস্থায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আপন দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মো. জাহিদ হোসাইন জানান, বিদ্যুৎস্পৃষ্ট আপন দুই ভাই কে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে বিদ্যুৎস্দুপৃষ্টে দুই ভাই নিহত হওয়ার খবরটি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারের মাধ্যমে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মেয়াদ বাড়ল ৫ সংস্কার কমিশনের
২৭ মার্চ ২০২৫ রাত ০৮:২৭:১৯