• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৫৫ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৫৫ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১

১৮ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩৫:২২

উল্লাপাড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। এ সময় আহত হন আরও ১ জন।

১৭ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত  রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের নবগ্রাম মহসড়কের কবরস্থান সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা আমিনপুর থানার রহিনাথপুর এলাকার মতিউর রহমানের ছেলে মনছুর আলম বাবলু এবং একই এলাকার জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক নবগ্রাম কবরস্থানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা  মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিমেন্ট বোঝাই ট্রাকটি খাদে পড়ে যায় ও মাইক্রোবাসে থাকা ড্রাইভার ও এক যাত্রী গাড়িতেই চাপা পড়েন।

এসময় স্থানীয় ও ফায়ারসার্ভিসের সদস্যদের সহায়তায় আহতেদের আশংকাজনকভাবে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাউফ জানান, উল্লাপাড়ার ঢাকা-পাবনা মহাসড়কের নবগ্রাম কবরস্থানের সামনে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে ও ১ জন আহত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জগন্নাথপুরে ২ পলাতক আসামি গ্রেফতার
১৯ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:২০:৪০