ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
১৮ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নন্দিবাড়ী নামক স্থানে যাত্রীবাহী সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে।
এসময় ঘটনাস্থলেই ১ জন এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও ১ জন নিহত হন। এসময় আরও ৩ জন সিএনজি যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন ভালুকা পৌরসভা ৫নং ওয়ার্ডের লাল মিয়া (৪২) ও পৌরসভার ৪নং ওয়ার্ডের রোকেয়া বেগম (৪৮)। নিহতরা সম্পর্কে মামী ও ভাগ্নে বলে জানা যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে একটি যাত্রীবাহী সিএনজি ভালুকা থেকে গফরগাঁও যাওয়ার পথে অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে নন্দিবাড়ী নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available