নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মোটরসাইকেল বাজারকে আরও সম্প্রসারিত করে নতুন এক্সব্লেড ২০২৪ উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মাধ্যমে দেশের বাইকারদের জন্য নতুন এ মডেল উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে গ্রাহক, বিভিন্ন গণমাধমের সংবাদকর্মী, হোন্ডার ডিলার এবং বাইকার গ্রুপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি, চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, চিফ প্রোডাকশন অফিসার হিরোয়ুকি ইয়াসুনাগাসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
নতুন এক্সব্লেড ২০২৪ পরিচয় করিয়ে দিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি বলেন, ‘হোন্ডার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হলো সাশ্রয়ী, উচ্চ-মান ও গতিশীলতার মাধ্যমে জনসাধারণের জীবনের উন্নয়নের সম্ভাবনাকে প্রসারিত করা।’
২০১৯ সালের ডিসেম্বরে উন্মোচনের পর থেকে হোন্ডা এক্সব্লেড ব্যবহারকারী ৬০ হাজারের বেশি বাংলাদেশি গ্রাহকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন, ‘নতুন এক্সব্লেড ২০২৪ তরুণদের আকাঙ্খা পূরণের লক্ষ্যে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।’
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, ‘যে প্রজন্ম ‘অল-রাউন্ডার’ হতে চায়, তাদের জন্য হোন্ডার বিশ্বব্যাপী প্রশংসিত, উচ্চতর প্রযুক্তির এই নতুন এক্সব্লেড ২০২৪ সবচেয়ে উপযোগী; যা পারফরম্যান্স এবং স্টাইলের একটি নিখুঁত মিশ্রণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available