• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ১২:২৩:২৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ দুপুর ১২:২৩:২৫ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

শক্তি+ নিয়ে এলো ফর্টিফায়েড টক দই ‘সুরক্ষার শক্তি’

১৩ আগস্ট ২০২৪ বিকাল ০৫:৫৬:৫৯

শক্তি+ নিয়ে এলো ফর্টিফায়েড টক দই ‘সুরক্ষার শক্তি’

নিজস্ব প্রতিবেদক: শক্তি+ ব্র্যান্ড, বাংলাদেশের শিশুদের পুষ্টি প্রদানের লক্ষ্যে এক যুগ ধরে নানাবিধ পুষ্টিকর পণ্য বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় বড়দের প্রয়োজনীয় পুষ্টি প্রাপ্তি সহজলভ্য করার জন্য শক্তি+ নিয়ে এলো ফর্টিফায়েড টক দই, যা ছোট কাপে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়।

এই প্রসঙ্গে শক্তি+ এর ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, ‘নাগরিক জীবনে কাজের ব্যস্ততায় অনিয়ম ও অস্বাস্থ্যকর খাবারের ফলে মানুষের শরীরে বাসা বাঁধছে বিভিন্ন রোগ। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার বিকল্প নেই। তাই ক্রেতাদের স্বাস্থ্য ও চাহিদার কথা বিবেচনা করে আমরা প্রথমবারের মতো ফর্টিফায়েড শক্তি+ টক দই বাজারে এনেছি, যাতে দেশের জনসাধারণ কম মূল্যে স্বাস্থ্যকর ও পুষ্টিকর এই পণ্যটি সহজে উপভোগ করতে পারে।’

শক্তি+ এর সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা বলেন, ‘সঠিক খাদ্যাভাস মানুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা রাখে। শক্তি+ এর ফর্টিফায়েড টক দইটি সঠিক পুষ্টি নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তাদের সার্বিক সুস্থতায় সাহায্য করবে। কারণ পণ্যটিতে আছে চারটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান আয়রন, আয়োডিন, জিংক ও ভিটামিন এ এবং দুধের সকল পুষ্টি আর টক দইয়ের প্রোবায়োটিক - যা প্রতিদিনকার পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে।’

শক্তি+ এর কর্মকর্তারা আরও জানান, সিরাজগঞ্জ, সারিয়াকান্দি ও ময়দানদীঘিতে  থাকা চিলিং সেন্টারে বিশেষত মহিলা খামারিদের কাছ থেকে খাঁটি দুধ সংগ্রহ করে বগুড়া ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শক্তি+ এর ফর্টিফায়েড টক দই।  বাজারে ৪০০ গ্রাম টক দইটি থাকলেও ভোক্তাদের প্রয়োজন ছোট কাপে এক সার্ভিং টক দই যা এখন থেকে পাওয়া যাবে মাত্র ২৫ টাকায়। প্রাথমিকভাবে ঢাকা ও ঢাকার আশেপাশের অঞ্চলের রিটেইল ও সুপারশপসহ বগুড়া, রংপুর, রাজশাহী, দিনাজপুরসহ বিভিন্ন এরিয়াতে পাওয়া যাবে। এছাড়াও ঢাকা শহরের যে কোনো ভোক্তা ঘরে বসে ফ্রি হোম ডেলিভারি পেতে অনলাইনেও অর্ডার করতে পারেন, লিংক: https://www.grameendanone.net/#yogurts

শক্তি+ হল গ্রামীণ ডানোন ফুডস-এর একটি পণ্য, যা গ্রামীণ ড্যানোন নামে পরিচিত, একটি সামাজিক ব্যবসায়িক উদ্যোগ যা ২০০৬ সালে চালু হয়েছিল, যা শিশুদের প্রধান পুষ্টি সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংস্কার প্রস্তাব জমা দিয়েছে ৪ কমিশন
১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১৪:৪৬


রামগঞ্জে বিএনপি’র প্রতিনিধি সভা
১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৮:৫৬

নারায়ণগঞ্জে কুন প্রস্তুতকারী কারখানায় আগুন
১৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০২:৪৮