নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি তেলের দাম কমেছে, ক্রমান্বয়ে নিত্যপণ্যের দামও কমবে। বাজারমূল্য আরও ভোক্তাবান্ধব করতে চেষ্টা করছে সরকার।
১ সেপ্টেম্বর রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট প্রতিনিধিদলের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বড় উৎপাদনকারীদের উৎপাদন বাড়াতে বলা হয়েছে। উৎপাদন ও বিপণনের মধ্যে বেশি ব্যবধান রেখে মূল্যবৃদ্ধি করা যাবে না।
বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত মনিটরিং করবে বলেও জানান তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যবসা-বাণিজ্যকে আরও উজ্জীবিত করতে হবে। কিন্তু এখন আর সিন্ডিকেট করে ব্যবসা করা যাবে না।
এসময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. রেয়াজুল হকসহ দেশের পোল্ট্রি খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available