• ঢাকা
  • |
  • শনিবার ৬ই আশ্বিন ১৪৩১ সকাল ১১:৪৪:৩১ (21-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই আশ্বিন ১৪৩১ সকাল ১১:৪৪:৩১ (21-Sep-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি আজ থেকে আবার চালু

২১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৪৯:২০

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি আজ থেকে আবার চালু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বন্দর নিয়ন্ত্রণকারী সংস্থা পানামা পোর্ট লিংকের নানা অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে বন্ধ হওয়া উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানি আজ শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে।

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে সোনামসজিদ শুল্ক স্থলবন্দরে আমদানি-রফতানির সকল কার্যক্রম আবারো চালু করা হবে। আমাদের চার দফা দাবি নিয়ে পানামা পোর্ট লিংকের সাথে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। এ সময় পানামা কর্তৃপক্ষ আমাদের সাথে সমন্বয় করেছেন। এতে আমরা খুশি। ফলে শনিবার থেকেই আমদানি-রফতানি শুরু করা হবে।

এ বিষয়ে আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের নেতৃত্বে তার সম্মেলন কক্ষে পানামার সাথে বৈঠক হয়েছে আমদানি-রফতানিকারক গ্রুপের। এ সময় আমাদের দাবির প্রেক্ষিতে পানামা কর্তৃপক্ষ পাথরের ট্রাকে নেয়া বর্ধিত মাশুলের পরিমাণ কমিয়েছে। এতে ৫৫ মেট্রিক টন পাথরের একটি ট্রাকে দেয়া মাশুল সাড়ে সাত হাজার টাকা থেকে কমে এখন সাড়ে চার হাজার টাকা দিতে হবে ব্যবসায়ীদের।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, চলতি মাসের ১৫ তারিখ রোববার থেকে সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ ছিল। আমদানি-রফতানিকারকদের সাথে সমন্বয় হয়েছে। ফলে শনিবার থেকে স্থলবন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ শুক্রবার জানান, জেলায় আমার আসা মাত্র কয়েকদিন। এরমধ্যেই পানামার সাথে আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের কয়েকটি বিষয় নিয়ে দ্বিমত হয়েছিলো। যা সমাধান করে দেয়া হয়েছে। সোনামসজিদ স্থলবন্দর ব্যবসায়ীরা শনিবার থেকে পুনরায় তাদের ব্যবসা চালু করে রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশা চালকের মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:০১:০০



শ্রীলঙ্কায় আজ প্রেসিডেন্ট নির্বাচন
২১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৪৩:৪৬

হাবিপ্রবিতে কে হচ্ছেন উপাচার্য
২১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৩৪:৪৪

নড়াইল পৌরসভার কাউন্সিলর জুয়েল গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:২৩:৪১