নিজস্ব প্রতিবেদক: টিভি রিটেইল এবং গ্রাহক সেবায় অভূতপূর্ব সাফল্যের জন্য বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স রিটেইল প্ল্যাটফর্ম টিভি হাট, হায়ার গ্রুপ কর্পোরেশন থেকে প্রেস্টিজিয়াস প্ল্যাটিনাম পার্টনার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছে। পুরস্কারটি চীনের কিংডাও, শানডং-এ হায়ার গ্রুপের সদর দফতরে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।
হায়ার কর্পোরেশনের দক্ষিণ এশিয়ার টিভি পণ্য পরিচালক মিস্টার কাই এই অ্যাওয়ার্ডটি তুলে দেন টিভি হাটের ব্যবস্থাপনা পরিচালক নাইম আহসানের হাতে। অনুষ্ঠানে টিভি হাটের নিরবচ্ছিন্ন রিটেইল সহায়তা এবং আন্তরিক গ্রাহক সেবা প্রদানের নিরলস প্রচেষ্টাকে প্রশংসিত করা হয়।
এ প্রসঙ্গে নাইম আহসান বলেন, ‘হায়ারের এই পুরস্কার বাংলাদেশি গ্রাহকদের জন্য বেস্ট হোম অ্যাপ্লায়েন্স সল্যুশন নিশ্চিত করতে টিভি হাটের যে অক্লান্ত চেষ্টা তাকেই স্বীকৃতি দেয়। হায়ারের বিশেষ সহযোগিতায়, বাংলাদেশের বাজারে এই বছরের শেষ নাগাদ আমরা আরোও কিছু চমকপ্রদ এবং নতুন ধরনের স্মার্ট পণ্য আনতে যাচ্ছি।’
হায়ারের মিস্টার কাই বলেন, ‘টিভি হাট বাংলাদেশে হায়ারের একটি বিশ্বস্ত রিটেইল পার্টনার। গত বছরও সর্বোচ্চ টিভি বিক্রয় করে টিভি টাইটান ২০২৩ অ্যাওয়ার্ড জিতে নেয় তারা।এই বছরের অ্যাওয়ার্ডটি টিভি হাটের বিশেষ রিটেইল পারফরম্যান্স, অসাধারণ মার্কেটিং এবং অতুলনীয় গ্রাহক সেবার স্বীকৃতি।’
বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স বাজার ২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি হতে চলেছে, যেখানে এই দশকে প্রতিবছর গড়ে ১৭% হারে হোম অ্যাপ্লায়েন্সের বাজার বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতি ও উপস্থিতি নিশ্চিতকরণে, এই অর্জন টিভি হাটকে অনুপ্রাণিত করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available