• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১১:১১:১৯ (02-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে পৌষ ১৪৩১ রাত ১১:১১:১৯ (02-Jan-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

রূপায়ণ সিটি ও মিটাস মেডিকেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

২৯ অক্টোবর ২০২৪ রাত ০৯:১৯:৪৮

রূপায়ণ সিটি ও মিটাস মেডিকেলের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে আন্তর্জাতিক মানের চক্ষু সেবা প্রতিষ্ঠান মিটাস মেডিকেল ইনকর্পোরেটেড সঙ্গে চুক্তিপত্র সাক্ষর করেছে রূপায়ণ সিটি উত্তরা অঙ্গ প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেড। 

২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে উত্তরার অবস্থিত রূপায়ণ সিটির ক্লাব বিল্ডিং বোর্ডরুমে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং মিটাস মেডিকেল ইনকর্পোরেটেড বিজনেস ডেভলপমেন্ট অফিসার রিও নাগাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

এসময় রিভ নাগাই সরেজমিনে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে চোখের পরিক্ষা করে চোখের বেশ কিছু ক্ষতিকর বিষয় তুলে ধরেন। 

মিটাস মেডিকেল ইনকর্পোরেটেড বিজনেস ডেভলপমেন্ট অফিসার রিও নাগাই জানান, তারা শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা অঙ্গ প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেডের বাসিন্দাদের জাপানি পদ্ধতিতে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করবেন। এই প্রথমবার বাংলাদেশে কোনো কোম্পানির সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া রূপায়ণ সিটির গ্রাহকদের সেবার  সুযোগ পেয়ে আনন্দিত বলেও জানান রিও নাগাই। 

অন্যদিকে রূপায়ণ সিটি উত্তরা অঙ্গ প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেডের বিজনেস হেড সৈয়দ রেজাউল হক রেজা জানান, রূপায়ণ সিটি বাসিন্দাদের জন্য একশত বেশি সুযোগ-সুবিধা দিয়ে আমরা কাজ করছি। সিটির বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন সুযোগ সুবিধা চালু করে তাদের জীবনযাপন অনেকটাই সহজ সেবামূলক কার্যক্রম আমরা বদ্ধপরিকর। এ চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে রূপায়ণ সিটির বাসিন্দাদের শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে জাপানি পদ্ধতির মাধ্যমে বিনামূল্যে চোখের  চিকিৎসা সেবা দেওয়া হবে।  

এসময়ে মিটাস মেডিকেল ইনকর্পোরেটেড বাংলাদেশের সমন্বয়ক নূর আশরাফ, শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর কোনো সান, এক্সিলেন্স সার্ভিসের প্রশাসন বিভাগের প্রধান মো. হাবিবুল্লাহ জুনায়েত উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







না ফেরার দেশে সাংবাদিক তোফাজ্জল হোসেন
২ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:০৬