নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ইছামতি গ্রুপ তিন বছর পর প্রথমবারের মতো তাদের লোগো পরিবর্তন করেছে। নতুন লোগোর সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কৌশলেও বড় ধরনের পরিবর্তন এনেছে।
নতুন লোগোটিতে দুইটি ভিন্ন আকৃতির অক্ষর ব্যবহার করে ইছামতি গ্রুপের নামটি লেখা হয়েছে। এটি প্রতিষ্ঠানের প্রগতিশীলতা ও উদ্ভাবনী মনোভাবের প্রতীক, যা তাদের নিরবচ্ছিন্ন অগ্রগতির বার্তা বহন করে। একই সঙ্গে, লোগোটির নকশায় উন্নয়ন ও বিশ্বাসযোগ্যতা অর্জনের লক্ষ্যের প্রতিফলন ঘটেছে।
নতুন লোগো উন্মোচনের মাধ্যমে ইছামতি গ্রুপ তাদের ব্র্যান্ড ইমেজকে আরও আধুনিক ও বহুমাত্রিক করার সংকল্প নিয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, নতুন লোগো এবং ব্যবসায়িক কৌশলের পরিবর্তন তাদের গ্রাহকদের আরও সন্তুষ্ট ও আস্থাশীল করবে।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আরফাত ছিদ্দিকী জানিয়েছেন, এই পরিবর্তন তাদের ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ, যা আধুনিকায়নের মাধ্যমে আরও দৃঢ় ও শক্তিশালী ব্যবসায়িক কাঠামো গড়ে তুলবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available