নিজস্ব প্রতিবেদক: র্যাংগস ই-মার্ট-এ শুরু হলো র্যাংগস ই-মার্ট ওএলইডি ফেয়ার, যেখানে গ্রাহকদের জন্য রয়েছে এলজি ৬৫” টিভি থেকে শুরু করে সাউন্ড বারসহ নানা ধরনের বিশেষ উপহার জেতার সুযোগ।
২৩ মার্চ রোববার র্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে ফেয়ারটি উদ্বোধন করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেক্ট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন, হেড অব কনজিউমার ইলেকট্রনিক্স আশিকুল ইসলাম, টিভি ক্যাটাগরির হেড মিস্টার শামিম আহসান খান, ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী, সিওও ইরাজ এইচ. সিদ্দিকী, হেড অব বিজনেস মোঃ রাশেদুল ইসলাম, হেড অব সেলস গোলাম আজম খানসহ অন্যান্য অফিশিয়ালস।
এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জেরাল্ড চুন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, র্যাংগস ইমার্টের সাথে এই ওলেড ফেয়ার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই ওলেড সিরিজ টেলিভিশন শুধুমাত্র উন্নত প্রযুক্তির উদাহরণ নয়, এটি আমাদের গ্রাহকদের জীবনের অংশ হয়ে তাদের বিনোদনের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। আমাদের লক্ষ্য সবসময় এমন পণ্য সরবরাহ করা যা গ্রাহকদের চাহিদা পূরণ করে এবং তাদের প্রত্যাশার ঊর্ধ্বে যায়।
তিনি আরও বলেন, র্যাংগস ই-মার্টের সাথে আমাদের এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের কাছে সর্বাধুনিক প্রযুক্তি পণ্য আরও সহজলভ্য করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ফেয়ারটি সম্পর্কে ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী বলেন, র্যাংগস ই-মার্ট বরাবরই লেটেস্ট টেকনোলোজি নিয়ে কাজ করে, তারই একটি অংশ হচ্ছে অত্যাধুনিক এলজি ওএলইডি টিভি। ওএলইডি ফেয়ার থেকে এলজি ওএলইডি টিভি কিনলেই ক্রেতারা ৬৫” টিভি ছাড়াও পাচ্ছেন সাউন্ড বারসহ আরও অনেক আকর্ষণীয় গিফট, সাথে ফ্রি ডেলিভারি ও ফ্রি ইন্সটলেশন থাকছেই। আমাদের এই ফেয়ারটি নিয়ে লক্ষ্য হলো বিভিন্ন সারপ্রাইজ ও পুরষ্কার দিয়ে গ্রাহকদের শপিং আরও প্রাণবন্ত করে তোলা এবং র্যাংগস ইমার্ট যে ইলেক্ট্রনিক্স জগতে সবচেয়ে বিশ্বস্ত এবং আস্থার জায়গা, তা ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া।
ক্রেতারা অনলাইন কেনাকাটা ও ফেয়ার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন rangsemart.com.bd/ অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করুন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available