• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৫৭:২৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৬:৫৭:২৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

যবিপ্রবিতে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাবের দায়িত্বে ইসরাফিল-পথিক

১৬ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:২৭:৩০

যবিপ্রবিতে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাবের দায়িত্বে ইসরাফিল-পথিক

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাব’ নামে একটি স্বাস্থ্যসেবা ও শিক্ষামূলক ক্লাব এবং এর কমিটি গঠিত হয়েছে।

ক্লাবের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উক্ত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. ইসরাফিল হোসাইন রাফি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩য় বর্ষের শিক্ষার্থী মো. পথিক হোসেন।

১৪ সেপ্টেম্বর শনিবার ডা. এম. আর. খান মেডিকেল সেন্টার ভবনের ষষ্ঠ তলায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সকল শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও এন.এইচ.এস. ক্লাবের প্রতিষ্ঠাতা, প্রফেসর ড. মো. তানভীর ইসলাম স্যার ক্লাবের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বেই শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়।

ক্লাবের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিমঝিম সিংহ (৪র্থ বর্ষ) ও তানভীর হাসান (৩য় বর্ষ)। যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এনায়েতুল্লাহ্ (৩য় বর্ষ) ও মো. রাকিব হোসেন (২য় বর্ষ), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল হামিদ সুমন (২য় বর্ষ) ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ (২য় বর্ষ), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা (৪র্থ বর্ষ), দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলাম শ্রাবণ (১ম বর্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কাওসার বেপারী (১ম বর্ষ), নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা মণি (২য় বর্ষ)।

ক্লাবের উপদেষ্টার বক্তব্যে বিভাগীয় প্রভাষক অঞ্জন কুমার রায় বলেন, ‘ডিপার্টমেন্টের যেকোনো ধরনের প্রোগ্রাম, যেমন শিক্ষা ও সাংস্কৃতিক আয়োজন, আন্তঃডিপার্টমেন্ট খেলাধুলা, শিক্ষা সফরের আয়োজন এবং মাঠপর্যায়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি গ্রহণে ক্লাবটি প্রাণবন্তভাবে কাজ করবে।’

ক্লাবের নবনির্বাচিত সভাপতি বলেন, ‘নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স ক্লাব স্বাস্থ্যসেবা ও সচেতনতায় কাজ করবে। শিক্ষার উন্নয়ন ও প্রসারে ক্লাবটি ভূমিকা রাখবে। প্রতিবন্ধী শিশুদের সহায়তা এবং এর প্রতিরোধে কাজ করবে। এছাড়াও সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের পাশে দাঁড়াবে এবং বিভাগের গবেষণার উন্নয়নে কাজ করবে।’

সাধারণ সম্পাদক বলেন, ‘জনসাধারণকে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে সচেতন করা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির ও টিকাদান কর্মসূচি আয়োজন করা, দুর্ঘটনা বা জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং স্বাস্থ্যবিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার আয়োজন করে ক্লাবটি কাজ করে যাবে। এছাড়া কমিউনিটিতে পরিচ্ছন্নতা অভিযান, খাদ্য ও পানীয়ের মান নিশ্চিত করা এবং ডিপার্টমেন্টের সুনাম বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫







কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৫ অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৫

মিয়ানমার থেকে গুলিবর্ষণ, সরাসরি টেকনাফ বন্দরে আঘাত
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:১৪