জবি প্রতিনিধি: গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু প্রধান ফটক হয়ে শাঁখারি বাজার হয়ে মহানগর দায়রা জজ কোর্টের সামনে আসলে গুলিবিদ্ধ হয় অনিক।
আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত হামলায় অনিকসহ অনেকে আহত। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে ২৯ জুলাই তাকে বাধ্যতামূলক ছাড়পত্র দিয়ে হাসপাতাল ত্যাগ করতে বাধ্য করা হয়।
১১ আগস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে (পিজি) পুনরায় ভর্তি করা হয়। এর মধ্যে শুরু হয়েছে তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তাই হাসপাতালে বিছানায় বসে পরীক্ষা দিচ্ছে অনিক। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার ১ম পরীক্ষা দেন তিনি।
অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্র।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available