ববি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আসন ফাঁকা আছে ৭৭টি।
১১ সেপ্টেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৫৭০। চূড়ান্ত ভর্তি শেষে যার মধ্যে ৭৭টি আসন ফাঁকা আছে। যার মধ্যে ক ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ৩৭টি, খ ইউনিট তথা মানবিক শাখায় ২০টি এবং গ ইউনিটে ২০টি আসন ফাঁকা আছে।
জানা যায়, কৃষি গুচ্ছের ভর্তির পর আরেকটি মেরিট প্রকাশিত হবে। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১১ অক্টোবর।
উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলো মোট ১৬ হাজার ৪০৯ জন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available