• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:৩৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:৩৪ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জাবি সংলগ্ন মহাসড়কে ছিনতাই ও গুপ্ত হামলা বন্ধে ছাত্রদলের মানববন্ধন

১৩ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:১১:০৮

জাবি সংলগ্ন মহাসড়কে ছিনতাই ও গুপ্ত হামলা বন্ধে ছাত্রদলের মানববন্ধন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিপিএটিসি থেকে বিশমাইল পর্যন্ত এলাকার আরিচা মহাসড়কের পাশে নিয়মিত সংগঠিত ছিনতাই ও সশস্ত্র গুপ্ত হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাবি ছাত্রদল। 

১৩ অক্টোবর রোববার বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ 

মানববন্ধনে জাকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিপিএটিসি থেকে  বিশমাইল পর্যন্ত এলাকার আরিচা মহাসড়কের পাশে নিয়মিত সংগঠিত ছিনতাই ও সশস্ত্র গুপ্ত হামলা চালায় সন্ত্রাসীরা৷ গতকাল প্রাণিবিদ্যা বিভাগের এক মেধাবী শিক্ষার্থীর উপর হামলা চালানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই৷ আমরা কতদিন এভাবে আইন-শৃঙ্খলার অবনতি এবং বিশৃঙ্খল জীবন যাপন করবো? আমরা আশা করি আমাদের আহ্বান ঊর্ধ্বতন কর্মকতাদের কানে যাবে এবং দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা উন্নতি এবং জায়গাগুলো সিসিটিভি সহ পুলিশ বক্সের মাধ্যমে নিরাপত্তার আওতায় নিয়ে আসবে। 

বিশ্ববিদ্যালয়ের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান বলেন, ক্যাম্পাসে আমার নিরাপত্তার সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের কাছে আমার নিরাপত্তা চাওয়া। আজকের এই সমাবেশ থেকে আশা করি, সামনের দিনগুলোতে আমরা অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব। 

প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে, পুলিশের সাথে লিয়াজু করে তারা দ্রুততার সাথে নিরাপত্তার ব্যবস্থা করবে। 

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, বিগত কয়েক বছর ধরে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ব্যাপারে দৃষ্টিগোচর না করার সর্বোচ্চ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। পূর্বে এরকম ন্যাক্কারজনক ঘটনায় প্রশাসন বিচ্ছিন্ন ঘটনা বলে এবং সাবধানতা অবলম্বনের কথা বলে এড়িয়ে গেছে। আজকের সমাবেশ থেকে বলতে চাই হামলায় সমুক্ষীণ শিক্ষার্থীর চিকিৎসা ব্যবস্থা এবং দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় এই ঘটনার সমাধান করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মাধবদীতে পাওয়ালুম মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪
২১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫৬:৩৭

আমতলীতে নির্যাতন করে স্ত্রীকে হত্যার অভিযোগ
২১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৭:০৪