• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১১:১৬:৫৮ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ১১:১৬:৫৮ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের ৫ কর্মদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ

১৭ অক্টোবর ২০২৪ রাত ০৮:১৯:৫৪

মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের ৫ কর্মদিবসের মধ্যে হল ত্যাগের নির্দেশ

জাবি প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী ও পোষ্যদের আবাসিক হল ছাড়তে ৫ কর্মদিবস সময় দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মধ্যে এ নির্দেশ প্রদান করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরী সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে অফিস আদেশে বলা হয়, বৈধ শিক্ষার্থীদের স্ব স্ব হলের পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে হবে। স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন হওয়া শিক্ষার্থী ও অবৈধভাবে হলে অবস্থানকারী পোষ্যদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হলো। হল ত্যাগ না করলে প্রচলিত নিয়মে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার হবে।

নির্দেশনা লঙ্ঘন করলে প্রশাসন কর্তৃক কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘আগামী ২০ অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হচ্ছে, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী শুরুর দিন থেকে নিজ নিজ আসনের দাবি রাখে। এবছর কোনো শিক্ষার্থী যেন আবাসন সংকটে না থাকে সে ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর। যারা মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী এবং পোষ্য রয়েছে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। হল না ছাড়লে প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাদের সার্টিফিকেট স্থগিত করা হবে। এরপরও যদি তারা হল না ছাড়ে তাহলে পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নিবে প্রশাসন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ