• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৫:১২ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৫:১২ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবিতে পর্দা নামল ছায়া জাতিসংঘ সম্মেলনের

২০ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৫৪:১৩

হাবিপ্রবিতে পর্দা নামল ছায়া জাতিসংঘ সম্মেলনের

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আয়োজন করা হয়েছে সবচেয়ে প্রতীক্ষিত সম্মেলন ‘হাবিপ্রবি ছায়া জাতিসংঘ ২০২৪'। ১৭ অক্টোবর বৃহস্পতিবার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানটির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ।

হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘বৈষম্য মোকাবেলা করার জন্য আইন প্রণয়ন, সামাজিক সমতা উন্নীত করা এবং যুব সম্পৃক্ততার মাধ্যমে প্রযুক্তিগত একীকরণকে এগিয়ে নেওয়া।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ । এছাড়াও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন, হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার উপদেষ্টা অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, সেক্রেটারি জেনারেল সাদমান সাকিব, ডেপুটি সেক্রেটারি জেনারেল শাকিল আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হাসান ফুয়াদ এল তাজ বলেন, হাবিপ্রবি ছায়া জাতিসংঘকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি প্রোগাম আয়োজন করার জন্য । আশা করছি এ সম্মেলনের তিনদিনের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে । কূটনৈতিক ও আন্তর্জাতিক বিষয়ে সম্যক জ্ঞান থাকা অবশ্যম্ভাবী।

বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে এইচএসটুমানের সমাপ্তি করেন ‘এইচএসটুমান ২০২৪’-এর সেক্রেটারি জেনারেল সাদমান সাকিব । তিনি বলেন, হাবিপ্রবি প্রশাসন এবং আমার টিমের সদস্যদের আন্তরিক সহযোগিতার ফলে আমরা সুন্দর একটি প্রোগাম বাস্তবায়ন করতে পেরেছি। আশা করছি আমরা হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সকল ডেলিগেটের জন্য যথেষ্ট আতিথেয়তার চেষ্টা করেছি। সম্মেলনে অংশগ্রহণ করে সম্মেলনটিকে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ।

উল্লেখ্য, ছায়া জাতিসংঘ হলো বর্তমান সময়ের অন্যতম পরিচিত শিক্ষার্থী সম্মেলন। প্রতি বছর শত শত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা এসব সম্মেলনে অংশগ্রহণ করেন। এমইউএন শিক্ষার্থীদের নেতৃত্ব, দলীয় কাজ, বক্তৃতা ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের কূটনৈতিক ও সৃজনশীল চিন্তার দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮