মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতে অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও মহামিলন মেলার সৃষ্টি হয়।
২ নভেম্বর শনিবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাকাডেমিক ভবনে কেক কেটে আনন্দ র্যালির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। র্যালি শেষে ক্যাম্পাসের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর দোয়া ও মোনাজাত করেন উপস্থিত সকলে।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন-চেয়ারম্যান-শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অ্যালামনাই উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয় । এরপর অ্যালামনাই বিভাগের শিক্ষার্থীদের সাথে সাম্প্রতিক বিষয়ে আলোচনা, বিভাগের উন্নয়নে অ্যালুমনিদের সহযোগিতা প্রস্তাবনা, অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে মিট-আপ ও ইন্ডাস্ট্রি সম্পর্কিত আলোচনা এবং পরবর্তী অ্যালুমনি কমিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available