তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে অধিভুক্তির বেড়াজাল থেকে মুক্ত করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে কলেজ শিক্ষার্থীরা।
৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে মহাখালী টিবি গেট হয়ে, মহাখালীর আমতলীতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা জানান, আপনারা প্রত্যেকে অবগত আছেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য দীর্ঘ সময় যাবৎ আমরা একটা লড়াই সংগ্রাম করে আসছি। ঢাবির আগ্রাসনে শেষ কোথায় দাঁড়াবে এটা আজ অব্দি আমরা জানি না। সর্বশেষ, তিতুমীকে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা মাঠে নামি।
সরকারি সাতটি কলেজের মাঝে ছয়টি কলেজ একত্র থাকলেও তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় যোগ্যতা রাখে। আজ হোক বা কাল হোক তিতুমীর বিশ্ববিদ্যালয় হবে। আজকে আমরা এখানে উপস্থিতি হয়েছি দুইটি কারণে। ১. তিতুমীর কলেজের প্রশাসন মধ্যে রাতে মতবিনিময় সভা কেন স্থগিত করে দেয়, এর সঠিক জবাব চাই। ২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় গঠনের জন্য কমিশন গঠন করুন।
কলেজের অধ্যক্ষ শিপ্রা রানী মন্ডল বলেন, ‘আমি শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা করেছি, তারা এক করে প্রতিনিধি চেয়েছিল, আমি বলেছি আমার শিক্ষার্থী সংখ্যা বেশি তাই দুই জন করে প্রতিনিধি নেওয়ার জন্য বলেছি। এখন দুই জন প্রতিনিধি নাম আমাকে দিলে, আমি শিক্ষা মন্ত্রণালয়ের পাঠিয়ে দিবো।’
তিনি আরও জানান, ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীর ঐক্যের সাথে আলোচনা বসবে খুব শীঘ্রই।’
উল্লেখ্য, ‘তিতুমীর ঐক্য’ নামে সাধারণ শিক্ষার্থীরা ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ সর্বাত্মকভাবে পালন করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available