জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন বিচ্ছিন্নভাবে এতোদিন তিন দফার পক্ষে অবস্থান করলেও এবার সংঘবদ্ধ হয়ে গানে গানে প্রতিবাদ করে আন্দোলনকে জোড়দার করতে ক্যাম্পাসে সকলকে আহ্বান জানায়।
১০ নভেম্বর রোববার ক্যাম্পাসে যার যা বাদ্যযন্ত্র আছে তা নিয়েই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানায় জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাকরিম আহমেদ।
এ বিষয়ে জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দীন আল আরাবি জানান, ‘আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন আমরা সাধারণ শিক্ষার্থীদের ৩ দফা দাবির সাথে সম্মতি জানাচ্ছি। আমরা বরাবরই বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি এখন ও বলবো।
একটি বিশ্ববিদ্যালয় মানে শুধু বস্তাপঁচা মুখস্ত বিদ্যা আর সার্টিফিকেট ক্রয়-বিক্রয় কারখানা নয়। এখানে মুক্তচিন্তা হবে, সবাই সবার চিন্তাভাবনাকে শ্রদ্ধা জানাবে এবং প্রয়োজনীয় জ্ঞ্যানচর্চা করবো এবং সেরকম জীবন যাপন করবে। অথচ শুধু একটি মুক্ত ক্যাম্পাস এবং আবাসন ব্যবস্থা না থাকায় এইধরনের চর্চা আর জগন্নাথে হয়ে ওঠেনি। ছেলে-মেয়েরা ৩ বার খাওয়ার চিন্তা করতে করতে বাকি চিন্তা করার সময় পায় না, এদিকে মাস শেষে বাসা ভাড়া, পুরান ঢাকার ব্যবসায়ী এবং বাড়িওয়ালার নোংরা ব্যবহারে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই বিশ্ববিদ্যালয়ের শরীরে এখন ও কলেজের গন্ধ লেগে আছে, এই সমস্যার একমাত্র সমাধান ২য় ক্যাম্পাস।’
সাংগঠনিক সম্পাদক তাকরিম আহমেদ বলেন, পুরান ঢাকার মত বসবাস অযোগ্য জায়গায় দিনের পর দিন শিক্ষার্থীরা যেন যুদ্ধ করে টিকে আছে একপ্রকার। যুদ্ধেরও শেষ আছে। যুদ্ধের পরেও শান্তি আছে৷ আর তা একমাত্র বিজয়ের মাধ্যমেই ছিনিয়ে নেয়া যায়। দ্বিতীয় ক্যাম্পাস আমাদের জন্যে সেই কাঙ্খিত বিজয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available