যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্টার্টআপ ও এসএমই কমিউনিটির যাত্রা শুরু হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অণুজীব বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারিয়া বিনতে ফারুক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লুবনা ইয়াসমিন জেনি।
৯ নভেম্বর শনিবার এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রুবিনা খাতুন, কোষাধাক্ষ্য মো. রাকিব হাওলাদার, প্রকাশনা সম্পাদক মো. রমিম ফকির, জনসংযোগ সম্পাদক সুমাইয়া ইয়াসমিন ফারহা, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ, পরিকল্পনা ও গবেষণা মো. শাহরিয়ার কবির,কার্যনির্বাহী সদস্য মো. মুশফিকুর রহমান।
ক্লাবের বিষয়ে ক্লাবের সভাপতি ফারিয়া বিনতে ফারুক বলেন, JUST Startup and SME Community (JUST SSC) প্রতিষ্ঠার কারণ হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব জাগ্রত করা এবং স্টার্টআপ ও SME উদ্যোগের বিকাশ ও প্রসারে সহায়তা প্রদান করা। এই ক্লাবটি এমন একটি প্ল্যাটফর্ম হবে, যেখানে শিক্ষার্থীরা নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করতে পারবে এবং একটি সমৃদ্ধ উদ্যোক্তা পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উদ্ভাবনী ও স্বাধীন কাজের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে এই ক্লাবটি, যাতে তারা সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। সর্বোপরি, এক পর্যায়ে নিজে নিজের আত্মকর্মসংস্থান তৈরি ও অন্যের কর্মসংস্থান তৈরির মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বনির্ভর করে তোলাই আমাদের লক্ষ্য।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available