তিতুমীর কলেজ প্রতিনিধি: সরকারি তিতুমীর কলেজের ২৬তম শিক্ষক পরিষদ নির্বাচন- ২০২৪ এর নির্বাচনী তফসিল ৫নং ক্রমিক অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১২ নভেম্বর মঙ্গলবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কার্যালয় হতে এক অফিস আদেশে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
শিক্ষক পরিষদ সম্পাদক নির্বাচিত হওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পর শিক্ষার্থীদের বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে। তাদের চাওয়া পাওয়াগুলো খুঁজে বের করে সমাধান করবো। এছাড়া আমাদের শিক্ষকদের বিভিন্ন সমস্যা রয়েছে, তা সমাধান করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available