ঢাকা কলেজ প্রতিনিধি: পোশাক শ্রমিক সান্ত্বনা ও শিশু মুনতাহা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ১৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
শুরুতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হলপাড়া ঘুরে মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শ্রমিক হত্যার বিচার করো করতে হবে, শিশু হত্যার বিচার করো করতে হবে, মানবতা মুক্তি পাক সন্ত্রাসীরা নিপাত যাক, আমার বোন কবরে খুনি কেন বাহিরে’? ইত্যাদি স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সাভারে যখন শুনলাম এক নারীর মরদেহ পাওয়া গেছে তখন আমরা সবাই খোঁজ নিতে থাকি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? যখন জানলাম মেয়েটি শিক্ষার্থী না, গার্মেন্টস কর্মী তখন আমরা সবাই চুপ হয়ে গেলাম। আসলে কী এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা? যে মেয়েকে হত্যা করা হয়েছে সে তো আমাদের কারো না কারো বোন। সিলেটে কী অপরাধ করেছিলো শিশু মুনতাহা? তাকে কেনো মেরে ফেলা হলো? আমরা জড়িতদের সকলকে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।
বিক্ষোভে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, প্রতিদিন খবরের কাগজ খুললেই ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা দেখি। স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশের আশা করেছিলাম; সেটা কিন্তু হচ্ছে না। বিগত দিনে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস কর্মীরা তাদের বকেয়া বেতনের জন্য আন্দোলন করলে সেখানে সেনাবাহিনী নামিয়ে গুলি চালানো হয়। আমাদের হাতে তৈরি করা সরকারকে নিয়ে প্রত্যাশা করি তারা ছাত্র বান্ধব হবে, শ্রমিক বান্ধব হবে, মানুষের কল্যাণে কাজ করবে। বিগত দিনে যেভাবে বিভিন্ন আন্দোলন দমানো হয়েছে সেটা আর চাই না। গার্মেন্টস কর্মী হত্যার প্রতিবাদ আমরা করছি। আর যেকোনো যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের আমরা পাশে চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available