ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ (জয়ন্তী) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে। কমিটিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেরুন নেছা নাবেরীকে সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অনামিকা আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
গত ১২ নভেম্বর মঙ্গলবার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হলেও ২০ নভেম্বর বুধবার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
নবগঠিত এ কমিটির সহ সভাপতি হয়েছেন মো. আরিফ রশিদ, নুরে জাহান শশী, সুমি আক্তার, সিকদার হৃদয় ও নায়িমুর রহমান নায়িম।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আবিদ আল রাকীব, ছাব্বির রহমান, আনিসুর রহমান, রিয়ান আহমেদ অপু, উম্মে হাফসা, মো. সবুজ মাহমুদ, তন্ময় ঘোষ, মো. মামুন, জয় বর্মন, আলভি আক্তার ও মোহাম্মদ শাহাজালাল আকন।
সাংগঠনিক সম্পাদক পদে মামুন মিয়া, শরিফুল ইসলাম শাওন, তানিম হোসেন, আবু রায়হান, শাকিল সরদার, জুবায়ের রাফি, আদনান সরদার, নোমান মাদবর, বারিউজ্জামান বিপু, সাকিব, সিয়াম আহমেদ, রফিকুল ইসলাম ও সাবির।
সাংস্কৃতিক সম্পাদক আফরিন জাহান নিশাত, উপ সাংস্কৃতিক সম্পাদক জ্যোতি, তাহরীমা জাফরিন শাকিলা ও ফারজানা সিকদার।
ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জুহুরা, শারমিন আক্তার, সাদিয়া আক্তার, ফারহানা তাবাচ্ছুম ও সুমাইয়া নুর।
অর্থ সম্পাদক কাওসার আহমেদ, উপ অর্থ সম্পাদক তাছমিয়া রিতু, প্রচার সম্পাদক সিফাতুল্লাহ (সিফাত), মোহাম্মদ মেহেদী হাসান জাহিদ ও রহমান রাজীব।
দপ্তর সম্পাদক মো. রিমন, আইন বিষয়ক সম্পাদক তাহসিন হাসান রাকীব, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. সাগর, শাহাদাত সানি, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী জোনায়েত, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবা সুলতানা মেঘলা, সুমাইয়া ইসলাম সুপ্তি ও নাতিশা তাসমিম আদ্রিতা।
নবগঠিত কমিটির সভাপতি বলেন, যেহেতু শরীয়তপুর জেলার শিক্ষার্থীরা আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। তাই আমার মূল লক্ষ থাকবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরিয়তপুর জেলার সকল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে আন্তরিক ও সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলে এ সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করা।
সাধারণ সম্পাদক বলেন, আমরা শরীয়তপুর জেলার সকল শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবান্ধব যে কোনো প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর থাকব, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করা, বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এবং শরীয়তপুর জেলার কৃতিত্ব তুলে ধরতে এই সংগঠনের উদ্দেশ্য।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক বিভিন্ন ধরনের সহায়তা করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available