• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:২৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জবির ২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:১৯:১০

জবির ২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত একটি নোটিশে এই বিজ্ঞপ্তি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ বা ২০২২ সালে এসএসসি ও ২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে শর্ত পূরণ সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর বেলা ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

আবেদনকারীকে প্রথমে প্রাথমিকভাবে ১০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তার মধ্য থেকে বাছাইকৃত ১ম থেকে ৪০ হাজারতম পর্যন্ত আবেদনকারী চূড়ান্ত পরীক্ষা দিতে পারবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তারা পরবর্তীতে অতিরিক্ত ৭০০ টাকা ফি দিয়ে চূড়ান্ত পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩১ জানুয়ারি চারুকলা অনুষদ (ই ইউনিট), ১৪ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদ (ডি ইউনিট), ১৫ ফেব্রুয়ারি কলা অনুষদ (বি ইউনিট), ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ (এ ইউনিট), ২৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের (সি ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সর্বমোট তিনটি শিফটে জবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বিগত চার বছর ধরে গুচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি কার্যক্রম করলেও এবার গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বহুনির্বাচনি ও লিখিত পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি কার্যক্রম হবে বলে জানা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩