ববি প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২৩ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।
উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি ভর্তি পরীক্ষা কীভাবে নেয়া যাই সেটির ব্যাপারে। সবাই নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সমর্থন করেছে। প্রাথমিক সিদ্ধান্তে আমরা স্বতন্ত্রভাবে বা নিজস্বতায় ভর্তি পরীক্ষা নিতে চায়। বাকি কাজগুলো প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করার দিকে ধাবিত হবে। এছাড়া গুচ্ছের চেয়ে স্বতন্ত্রভাবে বা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে সময়ও কম লাগবে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের এক শিক্ষক বলেন, গুচ্ছ পদ্ধতিতে জটিলতা দেখা যেত এবং প্রায় ৬ মাস সময় লাগতো। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে একমাস বা দুইমাসের মধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। এছাড়া শিক্ষার্থীরা গুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে একবারই সুযোগ পেত। স্বতন্ত্র বা নিজস্ব পদ্ধতিতে নিলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তার মেধা যাচাই করার সুযোগ থাকে। এজন্য সেশনজটসহ অন্যান্য জটিলতা কমাতে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার ব্যাপারে আমরা একমত।
বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানি মারুফ বলেন, বিগত দিনে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে অতোটা বিড়ম্বনার সৃষ্টি হতো না। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে ভর্তির প্রক্রিয়া হতে সময়ও কম লাগে। তাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available