ঢাকা কলেজ প্রতিবেদক: ঢাকা কলেজের সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধির সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।
২৩ নভেম্বর শনিবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঢাকা কলেজের ১৬টি সামাজিক ক্লাব সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোস্তাকিম আহমেদের সঞ্চালনায় ও সভাপতি আব্দুর হক মানিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ক্যাম্পাস নিয়ে মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আব্দুল হক মানিক বলেন, ক্যাম্পাসের প্রত্যেক ছাত্রের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে প্রতিষ্ঠানের মানকে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সে জ্ঞানের শক্তি দিয়ে মোকাবেলা করা। আর এই শক্তি অর্জনে সহযোগিতা করতে প্রত্যেক সামাজিক সংগঠনকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে ক্ষুদ্র-দীর্ঘ সমস্যাগুলো কলেজ প্রশাসনের কাছে তুলে ধরার পাশাপাশি সমস্যা দূর কারণে সকল সংগঠনকে আন্তরিকতার সাথে এগিয়ে আসা।
মনে রাখতে হবে যে,ক্যাম্পাস আমাদের সবার অতএব এটি সাজানোর দায়িত্বও আমাদের। এক্ষেত্রে বিশেষ করে সামাজিক সংগঠনগুলো তাদের যথাযথ ভূমিকা পালনে ক্যাম্পাসকে আরো সৌন্দর্যমণ্ডিত করতে পারে। ক্যাম্পাসের মান সমুন্নত রাখতে সকল সংগঠন, সম্মানিত শিক্ষক মহোদয়গণ,ছাত্রবৃন্দ,কর্মকর্তা ও কর্মচারী সবার সম্মান ও অধিকার আদায়ে ছাত্রশিবিরকে পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ।
কলেজ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ক্যাম্পাসের মানকে ধরে রাখার জন্য যে সকল সামাজিক সংগঠন গুলো কাজ করে যাচ্ছে সে সকল সংগঠনগুলোকে রেজিস্ট্রারভুক্ত করে পর্যাপ্ত সহযোগিতা নিশ্চিত করা এবং সকল অপশক্তি ও অপসংস্কৃতিকে শক্ত হস্তে মোকাবেলা করা।
ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি বলেন, উপমহাদেশের ঐতিহ্যেবাহী এই ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে ক্যারিয়ারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নিরলস পরিশ্রমের পাশাপাশি সকল আন্দোলনকে বুদ্ধিভিত্তিক মোকাবেলা করা এবং বিভিন্ন বিষয়ে সচেতন হয়ে সকল ছাত্রকে সচেতন করা।
ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, অতিক্ষুদ্র বিষয়কে ঘিরে এসব সংঘর্ষ ক্যাম্পাসের মানকে প্রশ্নবিদ্ধ করার বিষয়ে নিন্দা জানান। অনতিবিলম্ব সকল সমস্যা বন্ধ করার পাশাপাশি অত্র এরিয়ার কলেজ প্রশাসনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে ছাত্রদের মেধাকে সমুন্নত রাখতে নিরাপত্তার বিষয়টির উদ্যােগে তাগিদ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available