নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে নিজেদের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাব ও শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা প্রদানের প্রতিশ্রুতিতে বিশ্বের আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
সম্প্রতি ভারতের ভোপালে জাগরণ লেকসিটি ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েশন অব দ্যা ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)-এর ১৭তম সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিগুলো হয়। এসময় ডিআইইউ’র পক্ষ থেকে প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। ফিলিপাইনের অ্যাডামসন ইউনিভার্সিটি, বাতান পেনিনসুলা স্টেট ইউনিভার্সিটি, আউর লেডি অব ফাতেমা ইউনিভার্সিটি ও লিসিও ডে কাগায়ান ইউনিভার্সিটি, ভারতের ভিক্রান্ত ইউনিভার্সিটি ও আইইএস ইউনিভার্সিটি, জার্মানির মেইনজ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রোমানিয়ার ড্যানুবিয়াস ইউনিভার্সিটি এবং চীনের ম্যাকাও-এর ইউনিভার্সিটি অব সেন্ট জোসেফ-এর সঙ্গে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো যৌথ গবেষণা, নতুন নতুন একাডেমিক উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সহজে পরিবর্তন বা বিনিময় প্রোগ্রাম, ভার্চুয়াল লার্নিং প্লাটফর্মের মাধ্যমে শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তির সুযোগ সৃষ্টি করবে। বৈশ্বিক শিক্ষা মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করে আন্তর্জাতিক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই ডিআইইউ এই সমঝোতায় সহমত প্রকাশ করে চুক্তিবদ্ধ হয়। তাছাড়া আধুনিক ও টেকসই শিক্ষা পরিবেশ নিশ্চিতের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক মঞ্চে প্রতিশ্রুতি প্রদান করে।
ড. মো. সবুর খান এই সম্মেলনে তার বক্তব্যে বলেন, এই চুক্তিগুলো বিশ্বব্যাপী শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষক-শিক্ষার্থীদের আরও শিক্ষাবৃত্তিক সুযোগ সৃষ্টিতে সহায়তা করবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব করে তোলার জন্য নিজেদের মধ্যে আরও সৌহার্দ্য বাড়ানোর জন্য কাজ করতে হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খান এইউএপি-এর সম্মেলন শেষ করে এক বিশেষ আমন্ত্রণে (২১ নভেম্বর) ভারতের আইইএস ইউনিভার্সিটিও পরিদর্শন করেন। তার এই পরিদর্শনের সময় তিনি এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও একটি আলাদা সমঝোতা স্মারক স্বাক্ষর করেন, যেখানে তিনি ছাড়াও আইইএস ইউনিভার্সিটির চ্যান্সেলর ইআর. বি. এস. ইদাভ তার প্রতিষ্ঠানের হয়ে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং শিক্ষা মাধ্যমের উন্নয়নের প্রতিশ্রুতিতে স্বাক্ষর করেন। তাছাড়া এদিন বিশেষ এক সেশনে ভারতের এ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ও নিজেদের প্রস্তুত করে তোলার জন্য পরামর্শ দেন ড. মো. সবুর খান। বাংলাদেশের প্রযুক্তি ও শিক্ষা খাতের একজন সফল উদ্যোক্তা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এই ব্যক্তিত্ব বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সম্মেলনে উদ্যোক্তা তৈরির কার্যক্রম হিসেবে নিয়মিত সেশনে বর্তমান বাজারে উদ্যোক্তাদের প্রস্তুতির বিভিন্ন কলাকৌশল ও পরামর্শ প্রদানের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের প্রেরণা দিয়ে আসছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available