• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪১:০৫ (26-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪১:০৫ (26-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৮:৩১

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ব্র্যাক ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা বিজ ভার্স ২০২৪ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব। প্রতিযোগিতাটির পৃষ্টপোষকতা করেছে ব্যাংক এশিয়া। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ব্যবসায়িক দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এটি শিক্ষার্থীদের যোগাযোগ, দলগত কাজ এবং উদ্যোক্তা হিসেবে দক্ষতা বৃদ্ধির একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

দুইটি পর্বে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী ও কৌশলগত দক্ষতা যাচাই করা হয়। চূড়ান্ত পর্বে ১০ জন প্রতিযোগী প্রত্যেকে পাঁচ মিনিটের মধ্যে ‘ক্লিনওয়েভ’ নামে একটি প্রস্তাবিত লন্ড্রি সেবার ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর দুই মিনিটের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফিনালেতে বিচারকের দায়িত্ব পালন করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশার, এইচএসবিসি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট হোলসেল ব্যাংকিং এর হেড শেখ শোয়াইব মোহাম্মদ সিদ্দিক, ডেকো আইশো ভেঞ্চার ক্যাপিটালিস্ট এর হেড অফ কমিউনিকেশন্স তারিফ মোহাম্মদ খান এবং ইএলসিও ওয়্যারস অ্যান্ড কেবল লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক মাহমুদ মতিন।

ফলপ্রসূ ব্যবসায়িক ধারণা প্রদান করে গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাশনিমুল আরশাদ তাহমিদ। প্রথম রানারআপের পুরস্কার পান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তানজিম নূর তন্ময়, এবং দ্বিতীয় রানারআপ হন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী মজুর ই এলাহী তূর্জ।

ফাইনাল প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাব এর উপদেষ্টা ও ব্র্যাক বিজনেস স্কুলের অ্যাসিসটেন্ট প্রফেসর ড. শায়লা শোয়াত সিদ্দিকী। তারা প্রতিযোগীদের অভিনন্দন জানান এবং তাদের উদ্ভাবনী ধারণার প্রশংসা করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প
২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪০:১০