• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:২৯:১৫ (27-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১১:২৯:১৫ (27-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:২২:১৬

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

মাভাবিপ্রবি প্রতিনিধি: চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

২৬ নভেম্বর মঙ্গলবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। হত্যার শিকার আইনজীবী হলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ।

সমাবেশে শিক্ষার্থীদের ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও, হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা, ইসকন সনাতন, এক নয় এক নয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, সারা বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা শুরু করার নীল নকশা তৈরি করছে একদল চক্রান্তকারী সদস্য। এদের বিরুদ্ধে মাভাবিপ্রবি ক্যাম্পাসের ছাত্রসমাজ রুখে দাঁড়াতে সর্বদা প্রস্তুত। এমন সন্ত্রাসী হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের চূড়ান্ত শাস্তি দাবি করছি এবং এদেরকে দমনে প্রয়োজনে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলবো।

উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে চট্টগ্রামের এক সরকারি আইনজীবী নিহত হয়েছেন। চট্টগ্রাম আদালত এলাকায় বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ আইনজীবী সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মঙ্গলবার চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ের নিকটে মেথরপট্টির রঙ্গম টাওয়ারের পিছনে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্রের সাহায্যে হত্যা করা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই আইনজীবী সাইফুল মৃত্যুবরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল
২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫৬:৪৮