ঢাকা কলেজ প্রতিনিধি: ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস)' যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর ঢাকা কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন কলেজটির ইতিহাস বিভাগের (২০২০-২১) সেশনের মো. ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক দর্শন বিভাগের একই সেশনের শিক্ষার্থী মাহদীউজ্জামান মাহমুদ।
২৭ নভেম্বর বুধবার আগামী এক বছরের জন্য ২৯ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি'র সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. মুজাহিদ, জিহাদ হোসাইন, মোহা. রিয়াজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইসমাইল মাহমুদ বিল্লাহ, নাহিদুল ইসলাম, মো. আল জুবায়ের বাদশা। সাংগঠনিক সম্পাদক এস বি আর সৈকত, সহ-সাংগঠনিক সম্পাদক তানজিম আহমেদ, দপ্তর সম্পাদক খন্দকার আবুজার, সহ-দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম হিমেল। অর্থ সম্পাদক হাসিবুল হাছান ছানী, সহ-অর্থ সম্পাদক মো. মিজান।
এছাড়া মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম খান, প্রচার সম্পাদক মো. মেহেরাব হোসেন রত্ন, সহ-প্রচার সম্পাদক আব্দুল মান্নান। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক ইয়ামিন, সহ-ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো. সাগর হোসেন, আইন সম্পাদক মো. তানভীর হাসান। কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহীম আলী জীবন, মেহেদী হাসান জিহাদ, মুহাম্মদ ওমায়ের, ফারহান সাকিব, মো. সুমন ফকির, শাকিল হাসান ও হাফিজ ইমরান।
সভাপতি ইমরান হোসেন বলেন, বাংলাদেশের ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণে এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে কনজ্যুমার ইউথ বাংলাদেশ। ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি, হল এবং ক্যান্টিনে খাবারের দাম ও গুণগতমান নিশ্চিতকরণে কলেজ প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে ঢাকা কলেজ শাখা। একই সাথে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। নতুন কমিটি প্রত্যাশা করে শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনে কলেজ প্রশাসন এবং শিক্ষার্থীরা সার্বিকভাবে সহযোগিতা করবে।
উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫ টি থানা, ৬১ টি জেলা ও ৫১ টি বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available