মাভাবিপ্রবি প্রতিনিধি: সারা দেশে স্বৈরাচারের দোসরদের দ্বারা সৃষ্ট ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৭ নভেম্বর বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হল চত্বরে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা স্বৈরাচার ও ইসকস বিরোধী স্লোগান দিতে থাকে।
এসময় শিক্ষার্থীদের ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে স্বৈরাচারের দালালেরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পরে লেগেছে। সেই ধারাবাহিকতায় ইসকন নামক জঙ্গি সংগঠনও স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে আমাদের ভাইকে দিবালোকে সবার সামনে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
মিছিল শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের সামনে স্থাপিত শেখ মুজিবুরের ম্যুরাল ভেঙ্গে ফেলে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available