বাঙলা কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি বাঙলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণে স্মরণসভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২৭ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় সরকারি বাঙলা কলেজের অডিটোরিয়ামে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জুলাই-গণঅভ্যুত্থান জুড়ে আহত এবং নিহত শিক্ষার্থীদের নামে স্মরণসভা আয়োজনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রশাসন। উক্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারি বাঙলা কলেজের নিহত দুই শহীদদের স্মরণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সরকারি বাঙলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী শহীদ সাগর আহম্মেদের পিতা মো.তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী, প্রফেসর ড.গোলাম রাব্বানী, এবং নাহিদা পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী বেলাল হোসেন রাব্বির ভাই সুলতান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.কামরুল হাসান।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথির বক্তৃতায় শহীদ মো. সাগর আহম্মেদের বাবা মো. তোফাজ্জেল হোসেন তার সন্তানের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন এবং আর কোন মা-বাবার বুক যেন খালি না হয় তেমন একটি আদর্শ রাষ্ট্র গঠনের আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, যে উদ্দেশ্যে শহীদগণ আত্মত্যাগ করেছেন সে উদ্দেশ্য সফল হওয়ার জন্য নিজ নিজ জায়গা থেকে দেশ পুনর্গঠনে এগিয়ে আসা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে দেশ জুড়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙলা কলেজে প্রতিধ্বনি আবৃত্তি সংসদ, মিউজিক ক্লাব ও যুব থিয়েটার এর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, বিগত জুলাই-আগস্ট জুড়ে চলমান ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে পুরো দেশ জুড়ে নানা শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী শহীদ এবং আহত হয়েছেন। উক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন রাজধানীর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বেলাল হোসেন রাব্বি। শহীদ দুই শিক্ষার্থী ছাড়াও গুরুতর আহত হয়েছেন অনেকেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available