• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৬:৪৩ (28-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৬:৪৩ (28-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা

২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৯:০০

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে কার্যালয়ে তালা দিয়েছে শিক্ষার্থীরা।

২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে তালা দেয় তারা। এর আগে গতকাল সন্ধ্যায় উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ বেলা ১২টা পর্যন্ত আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, উপাচার্যের ধারাবাহিক কর্মকাণ্ডগুলো, তার প্রশাসনের অদক্ষতা, অযোগ্যতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনার পরিপন্থী। তিনি স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে, তাদের পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে এবং বিশেষভাবে বলতে গেলে যে জানিপপের সভাপতি কলিমুল্লাহ ও তার সিন্ডিকেটকে এই ভার্সিটি কেন্দ্রিক পুর্নাবাসনের প্রচেষ্টা চালাচ্ছে। তিনি দৃশ্যমান উন্নয়নমূলক কোনো কাজ তো করতে পারেননি, বরং পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। এমনকি বিশ্ববিদ্যালয়কে দাপ্তরিক ও প্রশাসনিক কাজে স্থবির করে দিয়েছেন। সর্বশেষ ট্রেজারার নিয়োগ নিয়ে সম্পূর্ণ একরোখা সিদ্ধান্ত নিয়েছেন এবং সাধারণত শিক্ষার্থীদের বাঁধার মুখেও একের পর এক একটি হঠকারী সিদ্ধান্ত নিয়েই যাচ্ছেন।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের পর অপসারণ করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের। শিক্ষার্থীদের তোপের মুখে গত ২০ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নেছারাবাদে ইয়াবা ও গাঁজাসহ ২ জন আটক
২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৬:৩৬


তেতুঁলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৫:৪১

মুকসুদপুরে সাড়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
২৮ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৩২:১৮