• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৪৫:৫৮ (30-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৬ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৪৫:৫৮ (30-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন

২৯ নভেম্বর ২০২৪ সকাল ১১:৪৭:২২

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন

তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ২৮ নভেম্বর বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমযার্দা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির সদস্যদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।

ড. মো. আমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যাচাইয়ে বিষয়ে কাজ চলমান। শিগগির কমিটির বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ১৯ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম।

শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে উপদেষ্টা নাহিদ ও বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করার আশ্বাস দিলে তিতুমীরের শিক্ষার্থীর আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যান। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ চলছে
৩০ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১৩:৩৪