• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ বিকাল ০৫:১৩:২৮ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ বিকাল ০৫:১৩:২৮ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৬:০৩

বাকৃবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মাটির পরিচর্যা: পরিমাপ, পরীক্ষণ, পরিচালন’। 

৫ ডিসেম্বর বৃহস্পতিবার মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। এক বর্ণাঢ্য র‌্যালি মাধ্যমে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

বিষয়টি জানিয়েছেন জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।

জানা যায়, কর্মসূচির অংশ হিসাবে বাকৃবির প্রশাসন ভবন সংলগ্ন করিডোর হতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সম্মুখে এসে শেষ হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে সকাল ১০টায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ইমরান আহাম্মদ সিদ্দিকীর সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি.এম. মুজিবর রহমান এবং আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ ডিসেম্বর প্রথমবারের মতো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পৃথিবীতে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালিত হয়। বিশ্বের সব দেশে সুস্থ মৃত্তিকার সুফল লাভে উৎসাহিত করতেই প্রতি বছর ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে এবং এরই অংশ হিসাবে বাকৃবি প্রতি বছর দিবসটি পালন করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মেহেরপুরে নারীকে কুপিয়ে হত্যা
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:২৫:২৩


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:১৬:১৭