• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৬:৪১ (26-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৬:৪১ (26-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

গবি শিক্ষার্থীকে হেনস্তা, ইতিহাসের ১৭ বাস আটক

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৪৩:১৬

গবি শিক্ষার্থীকে হেনস্তা, ইতিহাসের ১৭ বাস আটক

গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) এক শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার প্রতিবাদে মিরপুরগামী ইতিহাসের ১৭টি বাস আটক করেছেন গবি শিক্ষার্থীরা।

৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে পল্লি বিদ্যুৎ থেকে ইতিহাসের বাসগুলো আটক করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসে শিক্ষার্থীরা। মারধর ও হেনস্তার শিকার হওয়া শিক্ষার্থীর নাম ওবায়দুল্লাহ ওয়াসিম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বিকেলে পল্লি বিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার সময় সময়ক্ষেপণ নিয়ে তর্কবিতর্কের সময় মারধরের শিকার হন ওই শিক্ষার্থী। পরে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে তার হেনস্তার ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষোভ সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। এরপর থেকেই শিক্ষার্থীরা পল্লি বিদ্যুৎ থেকে একের পর একবাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন। অভিযুক্ত বাসচালক ও হেলপার না আসা পর্যন্ত বাস আটকে রাখা হবে বলে জানান শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী ওয়াসিম জানান, বাস বারবার নির্ধারিত স্টপ ছাড়া যাত্রী তুলছিল ও দেরি করছিল। বাসচালক ও হেলপারের বিরুদ্ধে প্রতিবাদ করায় হেলপার আমাকে নিয়ে খারাপ মন্তব্য করে। তাই আমি ভিডিও করতে থাকি, একপর্যায়ে হেলপার আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। সে সময় তার সাথে আমার ধস্তাধস্তি হয় ও আমার আঘাত লাগে এবং সে আমাকে বাস থেকে নামিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প্রধান রফিকুল ইসলাম জানান, এ ঘটনার আলোচনা বসে সমাধান করা হবে। কোনো প্রকার সমাধান না হওয়া পর্যন্ত একটি বাস ও যেতে দেওয়া হবে না। এ বিষয়ে বাস মালিক পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪:১৭


মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৩৬



তিতুমীর কলেজ শিক্ষকদের প্রতিবাদ
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৯:০৮



উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট হলেন ফয়সাল তাহের
২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২৫:২৫