বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দ্বীনি কমিউনিটি’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক এবং মানসিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
১০ ডিসেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এই কমিউনিটির কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি প্রদান করেন।
জানা যায়, দ্বীনি কমিউনিটি গঠনের মূল উদ্দেশ্য হলো ক্যাম্পাসে ইসলামী চর্চার প্রসার ঘটানো এবং শিক্ষার্থীদের মাঝে দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহ সৃষ্টি করা। কমিউনিটির পরিকল্পনায় রয়েছে কুরআন তিলাওয়াত, ফরজ ইলম শিক্ষা, কুইজ প্রতিযোগিতা, সেমিনারসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করা।
কমিউনিটির সদস্য মো. মারুফ বিল্লাহ বলেন, এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী দ্বীনি সংগঠন। আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয়ে দ্বীনির কাজ অনেকেই করেন। কিন্তু তাদের মাঝে অনেক ক্ষেত্রে মতানৈক্য দেখা যায়। আমরা চাই সকল মতানৈক্যকে উপেক্ষা করে দ্বীনের খেদমতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাকে রাজি খুশি করার জন্য সকল ইসলামি চিন্তা চেতনার মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। আমরা আশাবাদী, সকলে মিলে একসাথে কাজ করলে দ্বীনি কাজ আরও ব্যাপক ও বিস্তৃতভাবে সকল সাধারণ শিক্ষার্থীদের নিকট পৌঁছাবে। এতে শিক্ষার্থীরা শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখা, কুরআনের অর্থ বুঝা, ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানা, ফরজ পরিমাণ ইলম শিখা, রাসুল (সা.) এর সিরাত সম্পর্কে জানা ইত্যাদি কাজ সহজেই করতে পারবে। ইসলামিক জ্ঞান শিক্ষার্থীদের উন্নত ব্যক্তিত্বের অধিকারী হতে সাহায্য করবে এবং দুর্নীতি ও মাদকমুক্ত জীবন গঠন করতে সাহায্য করবে। সর্বোপরি দেশের সুনাগরিক হিসেবে তারা নিজেকে গড়ে তুলতে পারবে। আমাদের এই সকল কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর এবং সুশৃঙ্খল করতে সাহায্য করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available