তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মুক্তমঞ্চে বুদ্ধিজীবী দিবসে শহীদের নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তিতুমীর কলেজ ছাত্রদল।
১৪ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় কলেজের মুক্তমঞ্চে চিত্র প্রদর্শনী করা হয়। এসময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুল রহমান এমদাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ আরো নেতৃবৃন্দ। প্রদর্শনীতে ছিলো বুদ্ধিজীবীদের পরিচয় ও সেই সময়ের ঘটনাবলি।
এসময় চিত্র প্রদর্শনীর উদ্দেশ্যে ছাত্রদল সভাপতি আরিফুল এমদাদ বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের কারণে তরুণ প্রজন্মরা সঠিক ইতিহাস থেকে বঞ্চিত ছিলো। তাই তরুণ প্রজন্মের কাছে বুদ্ধিজীবীদের আসল ইতিহাস তুলে ধরার জন্যই এই প্রদর্শনী।
প্রদর্শনী নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, দেশের তরুণদের এদেশের ইতিহাস জানতে হবে, বুদ্ধিজীবীদের ইতিহাস জানতে হবে এবং এজন্যই এ প্রদর্শনীতে কারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিলো, কীভাবে করেছিলো, বুদ্ধিজীবী কারা ছিলো সেই চিত্র প্রদর্শন করেছেন বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available