• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ দুপুর ০২:০৪:২৩ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ দুপুর ০২:০৪:২৩ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের বিশ্ববিদ্যালয়ে যোগদান

১৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৪:৪৬

নোবিপ্রবির নবনিযুক্ত কোষাধ্যক্ষের বিশ্ববিদ্যালয়ে যোগদান

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ) ১৬ ডিসেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

যোগদানের পরে কোষাধ্যক্ষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাঁকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, নোবিপ্রবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর ২০২৪ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ড. মোহাম্মদ হানিফ মুরাদকে নোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নবনিযুক্ত অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ বলেন, প্রথমত সরকারের নিকট কৃতজ্ঞ। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। যারা অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে আছে তাদের সুচিকিৎসা আমি দাবি করছি সরকারের নিকট। এছাড়া যেন খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে সে দোয়া করছি মহান সৃষ্টিকর্তার নিকট।

আর বৈষম্যবিরোধী ছাত্ররা যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশ, নতুন বাংলাদেশ স্বাধীন করলো এবং বিশ্ববিদ্যালয় মুক্ত করলো তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আমি অংশীদার হবো এই অঙ্গীকার করছি।

আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যেন বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ক্যাম্পাসে পরিণত করতে পারি। বিশেষ করে উপাচার্য মহোদয়ের স্বপ্ন, উনি যে চিন্তা করছেন বিশ্ববিদ্যালয় নিয়ে, নির্দিষ্ট একটা র‍্যাংকিংয়ে নিয়ে যাবেন, উনার একজন রানিং ম্যাট হিসেবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা উপাচার্য মহোদয়কে করবো। উপাচার্য এবং উপ-উপাচার্য মহোদয় দুইজনকেই সর্বাত্মক সহযোগিতা করবো আমার পক্ষ থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৫৮:৪১







রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল
১৮ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৩৮:১৯