• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ সকাল ১১:৩৯:২৭ (18-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা পৌষ ১৪৩১ সকাল ১১:৩৯:২৭ (18-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জয় দিয়ে আসর শুরু এএস ওয়ারিয়র্সের

১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:১৬:১৭

জয় দিয়ে আসর শুরু এএস ওয়ারিয়র্সের

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ক্রিকেট গ্রাউন্ডে মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য দ্বিতীয়বারের মতো আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট পর্দা উঠল। পিপল এন টেকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত তিন দিনের এই প্রতিযোগিতা ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়। উদ্বোধনী ম্যাচে শোবিজ সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে পদ্মা ফাইটার্স।

সাংবাদিকদের মানসিক ও শারীরিক সতেজতা ধরে রাখতে গত বছর থেকে মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। এবারের আসরে অংশ নিয়েছে ৮টি দল, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে মাঠে লড়ছে। প্রতিযোগিতার প্রথম দুই দিনে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ চারটি দল সেমিফাইনালে লড়বে এবং ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

প্রথম ম্যাচে জয় পেয়েছে এ.এস ওয়ারিয়র্স। দলটি প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে দেখিয়েছে দুর্দান্ত খেলা। ম্যাচ শেষে এ.এস ওয়ারিয়র্সের অধিনায়ক ও দৈনিক জবাবদিহির মাল্টিমিডিয়া ইনচার্জ আরমান হোসেন বলেন, ‘আজকের ম্যাচের জয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত। আগামীকাল আমাদের দ্বিতীয় ম্যাচ। আমরা যেন আরো ভালো করতে পারি, তার জন্য সবার দোয়া চাই। এই টুর্নামেন্ট আমাদের মধ্যে বন্ধুত্ব এবং আন্তরিকতা বাড়াতে সাহায্য করছে। আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।’

এএস প্রথম ম্যাচে জয়ী হওয়ার কারণে, টিমটির স্পন্সর কর্তৃপক্ষ, এএসটি ভূঁইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ফেরদৌস আলম ভূইয়া মিঠু বলেন, আমাদের টিম ইনশাআল্লাহ অত্যন্ত ভালো একটি টিম। আমরা আশাবাদী ফাইনাল পর্যন্ত আমরা যাব। মহান বিজয় দিবসের এই মাসে আমাদের এই প্রথম জয়ে, আমাদের টিমের সকলকে ধন্যবাদ জানাই। সাংবাদিকদের জন্য এত সুন্দর ক্রিকেট আয়োজন সত্যিই প্রশংসনীয়।

উল্লেখ্য, প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হলের মাঠে। সাংবাদিকরা এই টুর্নামেন্টে নিজেদের কাজের চাপে চাপা পড়া মানসিকতা দূর করে একটি স্বতঃস্ফূর্ত ও উদ্দীপনাময় অভিজ্ঞতা অর্জন করছেন।

ক্রিকেটপ্রেমী দর্শক ও অংশগ্রহণকারীরা আশা করছেন, প্রতিযোগিতার বাকি দিনগুলোতে আরো উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী হবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশি আটক
১৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১২:০০