• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ বিকাল ০৪:২৫:১২ (22-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ বিকাল ০৪:২৫:১২ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বিরল জিবিএসে আক্রান্ত তিতুমীরের মাজেদুর, দরকার আর্থিক সহায়তা

২২ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০৬:৫৯

বিরল জিবিএসে আক্রান্ত তিতুমীরের মাজেদুর, দরকার আর্থিক সহায়তা

তিতুমীর কলেজ প্রতিনিধি: বিরল জিবিএস রোগে আক্রান্ত হয়েছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২০১৬-২০১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী মাজেদুর রহমান। রোভার স্কাউটের সাবেক এই লিডার বর্তমানে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

২১ ডিসেম্বর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার জিবিএস রোগের চিকিৎসার ব্যয়বহুল খরচ নিয়ে একটি পোস্টে করলে বিষয়টি জানাজানি হয়। তার এই বিরল রোগের ব্যাপারে নিউরো সায়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ মামুনুর রসিদ জানিয়েছেন, রোগীকে তার ওজন অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে। এই চিকিৎসার জন্য অন্তত দশ লাখ টাকা প্রয়োজন।

এ বিষয়ে মাজেদুরের বড় ভাই মেহেদি হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজকে (শনিবার) টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হই মাজেদের জিবিএস সংক্রমণ হয়েছে। ডাক্তার জানান, এই চিকিৎসার খরচবাবদ দু-একদিনের মধ্যে আনুমানিক ১০-১২ লাখ টাকা লাগবে। আমার বাবা একজন শিক্ষক ছিলেন এবং পরিবারের নয় সদস্য। এর আগে, নভেম্বরে আমার এক বোন আইসিওতে ছিলেন। এ অবস্থায় ভাইয়ের চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে।

তিতুমীর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কামরুন নাহার বলেন, মাজেদ আমাদের কলেজের সন্তান। যেহেতু এটি একটি ব্যয়বহুল বিষয়, তাই শিক্ষার্থীদের সহযোগিতায় আসলে ভালো হয়।

এছাড়াও কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানি মণ্ডল বলেন, আমি এ বিষয়ে এখনো কিছু জানতে পারিনি, অবশ্যই আগামীকালকে এ বিষয়ে শিক্ষকদের সাথে আলোচনা করে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিভাবান ছাত্র এবং তিতুমীর কলেজ স্কাউট দলের সক্রিয় সদস্য মাজেদুর রহমান তার সততা, নেতৃত্ব এবং সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণের জন্য সবার কাছে পরিচিত। তবে এই মুহূর্তে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশাল অঙ্কের টাকার ব্যয়ভার গ্রহণ করা মাজেদুরের পরিবারের পক্ষে সম্ভব নয়।

এ অবস্থায় তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণে সকলকে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করা হলো। মানবতার পাশে থাকুন, জীবন বাঁচান।

সহায়তা পাঠানোর ঠিকানা:
বিকাশ নাম্বার - 01866-988 747 (ব্যক্তিগত)
নগদ- 01768-406 843 (ব্যক্তিগত)

রোগীর বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্ট A/c - 20503116700152700
MD MEHEDI HASAN
Islamic Bank Motijheel Branch.
( Majider brother)

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বদলানো হলো ‘বঙ্গবন্ধু রেলসেতুর’ নাম
২২ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৮:৩৮