• ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৫:৫৫ (22-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৮ই পৌষ ১৪৩১ সন্ধ্যা ০৭:২৫:৫৫ (22-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবি সাংবাদিক সমিতির বার্ষিক স্মরণিকা ‘নবজাগরণ’ মোড়ক উন্মোচন

২২ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:২৮:২৫

বাকৃবি সাংবাদিক সমিতির বার্ষিক স্মরণিকা ‘নবজাগরণ’ মোড়ক উন্মোচন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সাংবাদিক সমিতির বার্ষিক স্মরণিকা ‘নবজাগরণ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্র‍্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়।

‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন স্বাধীনতার আলোকে’ এবারের স্মরণিকার নামকরণ করা হয়েছে ‘নবজাগরণ’। মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মো. মাহবুব মোরশেদ। এবারের স্মরণিকার সম্পাদনা করেন বাকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. তানিউল করিম জীম।

জিটিআই-এর পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

এছাড়াও উপস্থিত ছিলেন জিটিআই অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রশিক্ষণ কোর্সের সহ-সমন্বয়ক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ।

‘নবজাগরণ’ স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতার গুরুত্ব, দক্ষতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

মো. মাহবুব মোরশেদ বলেন, ‘সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্মরণিকা ‘নবজাগরণ’ সাংবাদিকতার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, স্মরণিকাটি প্রস্তুতে সাংবাদিক সমিতির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এটি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পেশাদারিত্ব ও সৃজনশীলতার অনন্য নিদর্শন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শীতে খাগড়াছড়িতে পর্যটকদের উপচেপড়া ভিড়
২২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৫০