বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় আইকিউএসি-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
জানা যায়, আইকিউএসি-এর সাবেক পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবীবের স্থালাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো হাম্মাদুর রহমান, বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ খাইরুল হাসান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, বাকৃবি সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. আমির হোসাইন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দীন, ফ্যাব ল্যাবের পরিচালক অধ্যাপক ড. এ কে এম আদহামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
দায়িত্ব গ্রহণের সময়ে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, সর্বদাই বিশ্ববিদ্যালয়ের ভালোর জন্যে কাজ করেছি। ৫ আগস্টের আগেও করেছি, এখনও করছি, আর সামনেও করবো। আইকিউএসি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নসহ বিশ্ববিদ্যালয়কে বিশ্ব মঞ্চে তুলে ধরার সুযোগ পাওয়া যায়। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে সম্মানের সাথে তুলে ধরার। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available