তিতুমীর কলেজ প্রতিনিধি: ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ২০২৪ সাল। তেমনি সরকারি তিতুমীর কলেজও। বছরটি জুড়ে ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের তীব্র স্রোত, শিক্ষার্থীদের দৃঢ় প্রতিবাদ, সাংস্কৃতিক আয়োজন এবং প্রশাসনিক পরিবর্তনের মিশ্রণ। পিঠা উৎসবের আনন্দ থেকে শুরু করে শিক্ষার্থীদের আন্দোলনের ত্যাগ, এমনকি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা প্রতিটি ঘটনাই তিতুমীর কলেজের গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এ প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে ২০২৪ সালের উল্লেখযোগ্য কিছু ঘটনাবলি।
বসন্ত বরণ ও পিঠা উৎসব
২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বসন্ত বরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেতে ওঠেন উৎসবের আমেজে। সকাল থেকেই শাড়ি, পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। ক্যাম্পাস মাঠে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি প্রতিটি বিভাগ পিঠার স্টল বসিয়ে বিভিন্ন রকমের পিঠা উপস্থাপন করেন।
সাংবাদিক সাব্বিরের ওপর হামলা: ৩ জনের নামসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
২০২৪ সালের ২২ মার্চ শুক্রবার তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক সময়ের আলোর প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৩-১৪ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়।
ফেসবুকে মন্তব্য, শিক্ষার্থীদের ডাকল তিতুমীর কলেজ প্রশাসন
২০২৪ সালের ৯ মেয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অতিরিক্ত ভর্তি ফি আদায়, ক্যাম্পাসের অপরিচ্ছন্ন শৌচাগারসহ নানা বিষয়ে সাবেক অধ্যক্ষের বক্তব্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অধ্যক্ষের বক্তব্যের প্রতিবাদ জানান। এ প্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ বিভাগীয় প্রধানদের মাধ্যমে সমালোচনাকারী শিক্ষার্থীদের ডেকে পাঠান।
মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের
২০২৪ সালের ১০ জুলাই বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহাখালী অংশের সড়ক অবরোধ করেছেন কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুইশতাধিক শিক্ষার্থী মহাখালীতে অবস্থান নেয়।
কোটা সংস্কার আন্দোলনে তিতুমীর কলেজের আহত ৭
২০২৪ সালের ১৫ জুলাই সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১৪ জুলাই রোববার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ১৫ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে বিকেল সাড়ে ৩টায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এতে অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী ছিলেন।
তিতুমীর কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক গ্রেফতার
২০২৪ সালের ১৬ জুলাই মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন আনুমানিক রাত দশটায় ডিবি পুলিশ তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে নাইটিঙ্গেল মোড় থেকে গ্রেফতার করেছে বলে জানা যায়। সে সময় বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী।
আন্দোলনে না যেতে ছাত্রীদের হলে আটকে রাখেন ছাত্রলীগ নেত্রী
২০২৪ সালের ১৭ জুলাই বুধবার একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৈষম্য বিরোধী আন্দোলনে না যেতে তিতুমীর কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসে বেশ কয়েকজন ছাত্রীকে আটকে রাখার অভিযোগ উঠে কলেজ শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুক্তার বিরুদ্ধে। ছাত্রীনিবাসের ২০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
তিতুমীর কলেজে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি
২০২৪ সালের ২৬ জুলাই শুক্রবার সাংবাদিকদের কাছে সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম দাবি করেন দুষ্কৃতিকারীদের হামলা ও ভাঙচুরে ১৮ জুলাই বৃহস্পতিবার তিতুমীর কলেজের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে তিতুমীর কলেজের একমাত্র শহিদ মামুন
২০২৪ সালের ২৮ জুলাই শনিবার একটি প্রতিবেদনে উল্লেখ অনুযায়ী, ১৮ জুলাই বুধবার দিবাগত রাত দুইটার দিকে রামপুরা ওয়াপদা রোড এলাকায় গুলিবিদ্ধ হন মামুন। পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিতুমীর কলেজের এ শিক্ষার্থী। শহিদ মামুন স্মরণে ইতোমধ্যেই কলেজের নবনির্মিত ১০ তলা ছাত্রাবাসের নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়াও কলেজের ছাত্রলীগ চত্বরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহিদ মামুন চত্বর।
শিক্ষার্থীদের আনন্দ মিছিল
২০২৪ সালের ৬ আগস্ট মঙ্গলবার সরকার পতনের উল্লাসে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করা হয়।
রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায় শিক্ষার্থীরা
২০২৪ সালের ৮ আগস্ট বৃহস্পতিবার একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি তিতুমীর কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মসূচিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি করেছিলেন তারা।
তিতুমীর কলেজ অধ্যক্ষের পদত্যাগ
২০২৪ সালের ১১ আগস্ট রোববার শিক্ষার্থীদের তোপের মুখে সে সময় পদত্যাগ করেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। শিক্ষার্থীরা সে সময় অভিযোগ তুলেছিলেন, অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম ছাত্রলীগের সাথে লিয়াজু করে কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছিলেন।
আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে কলেজ প্রশাসন
২০২৪ সালের ১৯ আগস্ট সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন তিতুমীর কলেজ প্রশাসন। সে সময়, আর্থিক অনুদান দিতে গিয়ে উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
মোমবাতি প্রজ্বলন
২০২৪ সালের ১৯ আগস্ট সোমবার তিতুমীর কলেজের শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিতে সরকারি তিতুমীর কলেজে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেছিল শিক্ষার্থীরা।
ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা
২০২৪ সালের ২২ আগস্ট বৃহস্পতিবার তিতুমীর কলেজ ছাত্রলীগের এক নেত্রীকে আটক করে বনানী থানায় সোপার্দ করেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। জানা যায়, কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন ওই নেত্রী।
কাওয়ালি সন্ধ্যায় শিক্ষার্থীদের ঢল
২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সোমবার তিতুমীর কলেজের মাঠ প্রাঙ্গণে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়। ‘শতাব্দী মঞ্চের’ আয়োজনে এতে অংশ নেয় শুদ্ধস্বর কবিতা মঞ্চ এবং জনপ্রিয় ‘কাসীদা’ ব্যান্ডসহ শতাব্দী মঞ্চের শিল্পীরা। কবিতা, কাওয়ালি ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল। একইভাবে পরদিন আবারও কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়।
সমন্বায়ক পরিচয়ে রুম দখলের অভিযোগে মানববন্ধন
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সমন্বায়ক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটিয়ে নামসর্বস্ব ক্লাবের নামে রুম বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠে সরকারি তিতুমীর কলেজের রেজায়ে রাব্বী জায়েদ নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে প্রভাব খাটিয়ে রুম দখলের প্রতিবাদে মানববন্ধন করে কলেজটির সকল ক্লাবের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
হেলাল-আশিকের চাঁদাবাজি
২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক শিক্ষার্থীকে পিটিয়ে ১৬ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এক প্রত্যক্ষদর্শী ঘটনার সময় অভিযুক্ত হেলাল ও আশিক নামের দুজন শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করেন।
তিতুমীর কলেজে ফিরল ছাত্রদল
২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর সোমবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কমিটি গঠনের দুই বছর পর তিতুমীর কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রদল। সেদিন দুপুর ১২টায় তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করেন।
দুই যুগের বেশি সময় ধরে নেই ছাত্র সংসদ
২০২৪ সালের ৩ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জানা যায় তিতুমীর কলেজে দুই যুগের বেশি সময় ধরে নেই ছাত্র সংসদ। শিক্ষার্থীরা বলেন, বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন হলে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাঁদের বিভিন্ন দাবি ও ন্যায্য অধিকার পূরণ করতে পারবে।
নিয়মিত শিক্ষার্থীদের হাতে নেই একাধিক জেলা ছাত্র কল্যাণের দায়িত্ব
২০২৪ সালের ১৪ই অক্টোবর সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিতুমীর কলেজে একাধিক জেলা ছাত্র কল্যাণের দায়িত্বে নেই নিয়মিত শিক্ষার্থীরা। এছাড়াও বেশ কয়েকটি জেলা ছাত্র কল্যাণে অনিয়মিত শিক্ষার্থীদের হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ রয়েছে বলে জানা যায়।
দেয়ালজুড়ে জিয়ার ছবি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়
২০২৪ সালের ৭ নভেম্বর শনিবার গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী ৬ নভেম্বর থেকেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে পোস্টার লাগিয়েছে তিতুমীর কলেজ ছাত্রদল। যার ফলে শিক্ষার্থী মাঝে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। যা ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
রেল কর্তৃপক্ষকে দোষারোপ, তিতুমীর শিক্ষার্থীদের দুঃখ প্রকাশ
২০২৪ সালের ১৯ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মহাখালীতে ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে এই ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষ কোনো ভাবেই এড়িয়ে যেতে পারেন না বলে জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা বলেন, ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি চলাকালে রেলপথ এই ব্যারিকেডের আওতায় ছিল। বিষয়টি গত ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়। উপকূল এক্সপ্রেসের খামখেয়ালি আচরণের কারণে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
২০২৪ সালের ২১ নভেম্বর বৃহস্পতিবার ২৬ তম শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়। মোট ২০৭ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোট প্রদান করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।
তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের স্মরণসভা
২০২৪ সালের ২৭ নভেম্বর বুধবার তিতুমীর কলেজের শহিদ বরকত মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের উদ্দেশ্যে স্মরণসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সভায় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে এতে শহিদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করেন।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর যাচাইয়ে কমিটি
২০২৪ সালের ৩ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বলা হয়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনূর ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
২০২৪ সালের ৪ ডিসেম্বর বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মহানগর-গুলশান মাধ্যমিক শিক্ষা থানা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাকসুদুল হক। এমন কৃতিত্বে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় উল্লাস।
ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
২০২৪ সালের ৪ ডিসেম্বর বুধবার তিতুমীর কলেজের বিভিন্ন নিরাপত্তা কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার নেতাকর্মীরা। রাত ১১টার দিকে ছাত্রদলের এক নেতার নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছাত্রদল নেতা নিয়াজের চাঁদাবাজি
২০২৪ সালের ৬ ডিসেম্বর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী ৪ ডিসেম্বর বুধবার তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আক্কাসুর রহমান আখি হলের সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের অ্যাম্বুলেন্স গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের মানববন্ধন
২০২৪ সালের ১০ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে গুমের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল। একইসঙ্গে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচার দাবি জানিয়েছে তারা।
প্রকাশ্যে নেই, ফেসবুকে 'সক্রিয়' তিতুমীর কলেজ শিবির
২০২৪ সালের ১২ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে না এলেও সোশ্যাল মিডিয়ায় তিতুমীর কলেজ ছাত্রশিবিরের রয়েছে ব্যাপক প্রচারণা। এরই মাঝে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নবীনবরণের আয়োজন করে সংগঠনটি। নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। আয়োজনের ছবি ৬ ডিসেম্বর শুক্রবার প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া ফেইসবুকে।
শহিদ বুদ্ধিজীবী দিবসে ছাত্রদলের চিত্রপ্রদর্শনী
২০২৪ সালের ১৪ ডিসেম্বর শনিবার তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় কলেজের মুক্তমঞ্চে দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিজয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান
২০২৪ সালের ১৬ ডিসেম্বর সোমবার ৫৩ তম বিজয় দিবস উপলক্ষ্যে তিতুমীর কলেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পাসটির শহিদ বরকত মিলনায়তনে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মশাল মিছিল
২০২৪ সালের ১৮ ডিসেম্বর বুধবার মশাল মিছিল করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে উক্ত মশাল মিছিল করা হয়।
অছাত্রদের নিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি, পদবঞ্চিতদের ক্ষোভ
২০২৪ সালের ২৪ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৩ ডিসেম্বর সোমবার তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জানা যায়, উক্ত কমিটির অধিকাংশ অছাত্র। এ কমিটি ঘোষণা দেওয়ার পর বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিতরা।
অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
২০২৪ সালের ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ অনুযায়ী, সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের আহ্বায়ক কমিটি দেওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কলেজটির শিক্ষার্থীরা। সেদিন রাত ৯টার দিকে কলেজটির প্রধান ফটকের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
শীতের পোশাক পেলেন তিতুমীর কলেজের নিরাপত্তারক্ষীরা
২০২৪ সালের ২৭ ডিসেম্বর শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ অনুযায়ী, শীতের পোশাক পেলেন তিতুমীর কলেজের নিরাপত্তারক্ষীরা। কলেজ প্রশাসনের উদ্যোগে ২২ জন নিরাপত্তারক্ষীর জন্য শীতের গরম কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। গত সোমবার উক্ত শীতের পোশাক নিরাপত্তারক্ষীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে কলেজ প্রশাসন।
"একাত্তর থেকে চব্বিশ" রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করল সতিকসাস
২০২৪ সালের ৩০ ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ অনুযায়ী, রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি বিজয় মাস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রচনার বিষয়বস্তু ছিল: ‘একাত্তর থেকে চব্বিশ: বিজয়ের রূপরেখা’।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available