• ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ০১:২২:১৬ (05-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে পৌষ ১৪৩১ দুপুর ০১:২২:১৬ (05-Jan-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

৩ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৪৭:৪২

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ক্যাম্পাস প্রতিনিধি: বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার ইউনিভার্সিটির নিজস্ব ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে একযোগে এ মেরিট লিস্ট প্রকাশ করা হয়।  

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন মো. জিহাদ প্রামানিক, দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাইমুন শহীদ লিয়াম‌, তৃতীয় স্থান অর্জন করেছেন শ্রী দেবাশীষ বিশ্বাস।

শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন শামস শাবাহ আল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন আরীব জাওয়াদ, তৃতীয় স্থান অর্জন করেছেন সৈয়দ ফারহান তাহরীম।

এছাড়াও আর্থ এন্ড ওশান সাইন্সে প্রথম স্থান অর্জন করেছেন তানজিলা হক, দ্বিতীয় স্থান অর্জন করেছেন সৌমিক মন্ডল, তৃতীয় স্থান অর্জন করেছেন রাফাত সুলতানা আফরা।

ইঞ্জিনিয়ারিং এন্ড অফশোর টেকনোলজি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন প্রত্যয় সাহা, দ্বিতীয় স্থান অর্জন করেছেন দীপিতা চক্রবর্তী, তৃতীয় স্থান অর্জন করেছেন বিক্রম রায় উৎস।

বিশ্ববিদ্যালয়ের মোট ২০০ আসনের জন্য মেরিটাইম গভর্ন্যান্স এন্ড পলিসি অনুষদে ৪০ জন, শিপিং এ্যাডমিনিস্ট্রেশন অনুষদে ৪০ জন, আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদে ৮০ জন এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ৪০ জনকে নিয়ে ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এরমধ্যে আর্থ এন্ড ওশান সায়েন্স অনুষদের ওশান সায়েন্স বিভাগে ৪০টি ও মেরিন ফিশারিজ বিভাগে ৪০টি আসন রয়েছে।

মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু হবে ১৩ এপ্রিল থেকে।

উল্লেখ্য, গত ২০ ও ২১ ডিসেম্বর মেরিটাইম ইউনিভার্সিটির চারটি ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ বছর প্রথমবারের মতো মেরিট লিস্টের পাশাপাশি ৫০০ সিরিয়াল পর্যন্ত ওয়েটিং লিস্টও প্রকাশ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আরিচা ও পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
৫ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:০৯:৪২